BCS Question Solution (26th Preliminary)
২৬তম বিসিএস পরিক্ষা- প্রিলিমিনারি প্রশ্ন
১। x2-y2+2y-1 এর উৎপাদক কত?
(ক) x+y-1
(খ) x+y+1
(গ) x-y-1
(ঘ) x-y
উত্তরঃ ক। x+y-1
২। x2-8x-8y+16+y2 এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ন বর্গ হবে?
(ক) 4xy
(খ) 6xy
(গ) 8xy2
(ঘ) 2xy
উত্তরঃ ঘ। 2xy
৩। √2/(√6+2) সমান–
(ক) 3+√2
(খ) 3-√2
(গ) √3-√2
(ঘ) √3+2
উত্তরঃ গ। √3-√2
৪। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৮ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?-
(ক) ১২৮ বঃ ফুঃ
(খ) ১৬৪বঃফুঃ
(গ) ১৫৬বঃফুঃ
(ঘ) ২১৮ বঃ ফুঃ
উত্তরঃ ক। ১২৮ বঃ ফুঃ
৫। a+1/a=√3 হলে a2+1/a2 এর মাণ
(ক) 1
(খ) 2
(গ) 4
(ঘ) 6
উত্তরঃ ক। 1
৬। x+y=8,x-y=6 হলে ,x2+y2 এর মান–
(ক) 80
(খ) 60
(গ) 40
(ঘ) 50
উত্তরঃ ঘ। 50
৭। (√3.√5)4–এর মান কত?
(ক) 30
(খ) 225
(গ) 60
(ঘ) 15
উত্তরঃ খ। 225
৮। কোণ সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে,সংখ্যাটি কত?
(ক) ৫৩
(খ) ৫৬
(গ) ৩৬
(ঘ) ৩৫
উত্তরঃ গ। ৩৬
৯। লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি.মি. ও ৬ কি.মি.নদী পথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে–
(ক) ৬ ঘণ্টা
(খ) ৫ ঘণ্টা
(গ) ১০ঘণ্টা
(ঘ) ৮ ঘণ্টা
উত্তরঃ ক। ৬ ঘণ্টা
১০। টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২ টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
(ক) ৩০%
(খ) ২০%
(গ) ৫০%
(ঘ) ৩৩
উত্তরঃ গ। ৫০%
১১। পিতা ও মাতা বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর।পুত্রের বয়স কত?
(ক) ৯ বছর
(খ) ১৪ বছর
(গ) ১৫ বছর
(ঘ) ১৮ বছর
উত্তরঃ ঘ। ১৮ বছর
১২। ১,৩,৬,১০,১৫,২১…….. ধারাটির দশম পদ কত?
(ক) ৪৫
(খ) ৫৫
(গ) ৪২
(ঘ) ৬৫
উত্তরঃ খ। ৫৫
১৩। নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়-.
(ক) টিএসপি
(খ) পটাস
(গ) ইউরিয়া
(ঘ) সবুজ সার
উত্তরঃ গ। ইউরিয়া
১৪। জীবাশ্ম জ্বালানী দহনের ফলে বায়ু মন্ডলে যে গ্রীন হাউস গ্যাসের পরিমান সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে–
(ক) কার্বন ডাই অক্সাইড
(খ) মিথেন
(গ) ক্লোরোফ্লোরো কার্বন
(ঘ) জলীয় বাষ্প
উত্তরঃ ক। কার্বন ডাই অক্সাইড
১৫। কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হল–
(ক) জিপসাম
(খ) বালি
(গ) চুনাপাথর
(ঘ) শাজিমাটি
উত্তরঃ খ। বালি
১৬। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতিবর্গ সেন্টিমিটারে–
(ক) ১০ কি.মি.
(খ) ১০ নিউটন
(গ) ২৭ কি.মি.
(ঘ) ৫ কি.মি .
উত্তরঃ খ। ১০ নিউটন
১৭। মানুষের ক্রোমোজমের সংখ্যা কত?
(ক) ২০ জোড়া
(খ) ২২ জোড়া
(গ) ২৫ জোড়া
(ঘ) ২৩ জোড়া
উত্তরঃ ঘ। ২৩ জোড়া
১৮। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত–
(ক) ২২/৭
(খ) ২৫/৯
(গ) প্রায় ৫
(ঘ) ৩
উত্তরঃ ক। ২২/৭
১৯। Adult cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে–
(ক) শেলী
(খ) ডলি
(গ) মলি
(ঘ) নেলী
উত্তরঃ খ। ডলি
২০। দিনাজপুর জেলার বড় পুকুরিয়ায় কিসের খনিজ প্রকল্প কাজ চলছে ?
(ক) চুনাপাথর
(খ) কঠিনশিলা
(গ) কয়লা
(ঘ) কাদামাটি
উত্তরঃ গ। কয়লা
২১। ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি?
(ক) এল ই ডি
(খ) আইসি
(গ) এল সি ডি
(ঘ) সিলিকন চিপ
উত্তরঃ ঘ। সিলিকন চিপ
২২। শব্দের তীব্রতা নির্নায়ক যন্ত্র–
(ক) অ্যামিটার
(খ) অডিওমিটার
(গ) অডিওফোন
(ঘ) অলটিমিটার
উত্তরঃ খ। অডিওমিটার
২৩। বৈদ্যুতিক ইস্ত্রি ও হিটারে ব্যবহৃত হয়–
(ক) নাইক্রোম তার
(খ) টাংস্টেন তার
(গ) এন্টিমনি তার
(ঘ) কপার তার
উত্তরঃ ক। নাইক্রোম তার
২৪। শুষ্ক বরফ বলা হয়–
(ক) ক্যালসিয়াম অক্সাইডকে
(খ) হিমায়িত অক্সিজেনকে
(গ) হিমায়িত কার্বন মনোক্সাইডকে
(ঘ) হিমায়িত CO2 কে
উত্তরঃ ঘ। হিমায়িত CO2 কে
২৫। নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের–
(ক) কিডনি
(খ) যকৃত
(গ) ফুসফুস
(ঘ) প্লীহা
উত্তরঃ গ। ফুসফুস
২৬। হাড় ও দাঁত কে মজবুত করে–
(ক) ম্যাগনেসিয়াম
(খ) ফসফরাস
(গ) আয়রন
(ঘ) আয়োডিন
উত্তরঃ খ। ফসফরাস
২৭। স্যালিক এসিড–
(ক) আমলকীতে পাওয়া যায়
(খ) কমলালেবুতে পাওয়া যায়
(গ) আঙ্গুরে পাওয়া যায়
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ ঘ। কোনটিই নয়
২৮। বিদ্যুৎবাহী তারে পাখী বসলে সাধারণত বিদ্যুৎস্পৃষ্ট হয় না, কারণ–
(ক) পাখীর দেহের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না
(খ) বিদ্যুৎস্পৃষ্ট হলেও পাখী মরে না
(গ) মাটির সঙ্গে সংযোগ হয় না
(ঘ) পাখীর গায়ে বিদ্যুৎরোধী আবরন থাকে
উত্তরঃ গ। মাটির সঙ্গে সংযোগ হয় না
২৯। কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্তপড়া বন্ধ করতে সাহায্য করে?
(ক) ভিটামিন কে
(খ) ভিটামিন বি-২
(গ) ভিটামিন বি
(ঘ) ভিটামিন সি
উত্তরঃ ক। ভিটামিন কে
৩০। IAEA-এর নির্বাহী প্রধান হলেন –
(ক) ইউকিয়ো আমানো
(খ) আয়াদআলওয়ি
(গ) আমর মুসা
(ঘ) মোহাম্মদআলবারাদি
উত্তরঃ ক। ইউকিয়ো আমানো
৩১। বিশ্বব্যাংকের SOFT LOAN WINDOW হল –
(ক) IBRD
(খ) IDA
(গ) MIGA
(ঘ) IFC
উত্তরঃ খ। IDA
৩২। অভিন্ন ইউরোপ গঠনের লক্ষে মাসট্রিচট চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ দুবার গণভোটের আয়োজন করেছিল ?
(ক) আয়ারল্যান্ড
(খ) গ্রীস
(গ) ডেনমার্ক
(ঘ) লুক্সেমবার্গ
উত্তরঃ গ। ডেনমার্ক
৩৩। শেভেন চুক্তি হচ্ছে –
(ক) কর হ্রাস করা চুক্তি
(খ) বাণিজ্যচুক্তি
(গ) অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি
(ঘ) এর কোনটি নয়
উত্তরঃ ক। কর হ্রাস করা চুক্তি
৩৪। নারীর প্রতি সকল বৈষম্য নির্মূল কনভেনশন সাক্ষরিত হয় –
(ক) ১৯৭৫সালে
(খ) ১৯৭৬ সালে
(গ) ১৯৮৯ সালে
(ঘ) ১৯৭৯ সালে
উত্তরঃ ঘ। ১৯৭৯ সালে
৩৫। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন ?
(ক) উ থান্ট
(খ) কুর্টওয়ান্ডহইম
(গ) ট্রাইগভে লাই
(ঘ) পেরেজ দ্য কুয়েলার
উত্তরঃ গ। ট্রাইগভে লাই
৩৬। মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহন করেন ?
(ক) আলবেনিয়া
(খ) মেসেডোনিয়া
(গ) সার্বিয়া
(ঘ) সার্বিয়া
উত্তরঃ খ। মেসেডোনিয়া
৩৭। ইউরো মুদ্রা কখন চালু হয় ?
(ক) ১৯৯৯ সালের ১ জানুয়ারী
(খ) ২০০০ সালের ১মার্চ
(গ) ২০০১সালের১জানুয়ারি
(ঘ) ১৯৯৭ সালের ১ জানুয়ারি
উত্তরঃ ক। ১৯৯৯ সালের ১ জানুয়ারী
৩৮। বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারন করেছে ?
(ক) চাঁদপুর
(খ) ভৈরব
(গ) দেওয়ানগঞ্জ
(ঘ) আজমিরীগঞ্জ
উত্তরঃ খ। ভৈরব
৩৯। বাংলাদেশে কৃষিক্ষেত্রে ‘বলাকা‘ ও ‘দোয়েল‘ নাম দুটি কিসের ?
(ক) দুটি কৃষি যন্ত্রপাতির নাম
(খ) দুটি কৃষি সংস্থায়ের নাম
(গ) উন্নত জাতের গম শস্য
(ঘ) কৃষি খামারের নাম
উত্তরঃ গ। উন্নত জাতের গম শস্য
৪০। ‘ইরাটম‘ কি ?
(ক) উন্নত জাতের ধান
(খ) উন্নত জাতের ইক্ষু
(গ) উন্নত জাতের পাট
(ঘ) উন্নত জাতের চা
উত্তরঃ ক। উন্নত জাতের ধান
৪১। গ্রীন হাউস এফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে ?
(ক) নিম্নভূমি নিমজ্জিত হবে
(খ) ক্রমশ উত্তাপ বেড়ে যাবে
(গ) বৃষ্টিপাত কমে যাবে
(ঘ) উপরের সবগুলো
উত্তরঃ ঘ। উপরের সবগুলো
৪২। বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা?
(ক) এবি ব্যাংক
(খ) চাটার্ড ব্যাংক
(গ) ন্যাশনাল ব্যাংক
(ঘ) গ্রামীণ ব্যাংক
উত্তরঃ ঘ। গ্রামীণ ব্যাংক
৪৩। কোন আইন সংস্কার করে র্যাব গঠন করা হয় ?
(ক) ডিএমপি এ্যাক্ট, ১৯৭৬
(খ) ডিবি পুলিশ এ্যাক্ট, ১৯৮৩
(গ) আর্মড পুলিশ ব্যাটালিয়ান এ্যাক্ট ,১৯৭৯
(ঘ) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান এ্যাক্ট, ২০০৩
উত্তরঃ গ। আর্মড পুলিশ ব্যাটালিয়ান এ্যাক্ট ,১৯৭৯
৪৪। ‘মনপুরা ৭০‘ কী ?
(ক) একটি নদী বন্দর
(খ) একটি উপন্যাস
(গ) একটি চিত্রশিল্প
(ঘ) একটি উপজেলা
উত্তরঃ গ। একটি চিত্রশিল্প
৪৫। He has been ill – Friday last.
(ক) in
(খ) since
(গ) on
(ঘ) from
উত্তরঃ খ। since
৪৬। No one can – that he is clever.
(ক) defy
(খ) deny
(গ) denounce
(ঘ) discard
উত্তরঃ খ। deny
৪৭। He divided the money – the two children .
(ক) between
(খ) among
(গ) in between
(ঘ) over
উত্তরঃ ক। between
৪৮। ‘Out and out’ means
(ক) not at all
(খ) brave
(গ) thoroughly
(ঘ) whole heated
উত্তরঃ গ। thoroughly
৪৯। The light have been blown – by the strong wind.
(ক) off
(খ) up
(গ) away
(ঘ) out
উত্তরঃ ঘ। out
৫০। What is the meaning of ‘White Elephant’?
(ক) a hoarder
(খ) a very costly or troublesome possession
(গ) a black marketer
(ঘ) An elephant of white colour
উত্তরঃ খ। a very costly or troublesome possession
৫১। The correct spelling is-
(ক) Humorous
(খ) Humourious
(গ) Humourous
(ঘ) Humorious
উত্তরঃ ক। Humorous
৫২। Choose the right word to fill the blank : I should appreciate it if you could complete this work – Thursday.
(ক) till
(খ) untill
(গ) up to
(ঘ) by
উত্তরঃ ঘ। by
৫৩। প্র ,পরা, অপ –
(ক) বাংলা উপসর্গ
(খ) বিদেশী উপসর্গ
(গ) সংস্কৃত উপসর্গ
(ঘ) উপসর্গস্থানীয় অব্যয়
উত্তরঃ গ। সংস্কৃত উপসর্গ
৫৪। ‘লাঠালাঠি‘- এটি কোন সমাস ?
(ক) ব্যাতিহার বহূব্রীহি সমাস
(খ) প্রাদিসমাস
(গ) তৎপুরুষ সমাস
(ঘ) কর্মধারয় সমাস
উত্তরঃ ক। ব্যাতিহার বহূব্রীহি সমাস
৫৫। ‘যে–ই তার দর্শন পেলাম, সে–ই আমরা প্রস্থান করলাম‘ – এটি কোন জাতীয় বাক্য ?
(ক) মিশ্র বাক্য
(খ) মৌলিক বাক্য
(গ) যৌগিক বাক্য
(ঘ) সরল বাক্য
উত্তরঃ ক। মিশ্র বাক্য
৫৬। ‘বনফুল‘ কার ছদ্মনাম ?
(ক) মোহিতলাল মজুমদার
(খ) যতীন্দ্রমোহন বাগচী
(গ) প্রমথ চৌধুরী
(ঘ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
উত্তরঃ ঘ। বলাইচাঁদ মুখোপাধ্যায়
৫৭। If we want concrete proof, we are looking for – .
(ক) building material
(খ) something to cover a path
(গ) clear evidence
(ঘ) a cement mixer
উত্তরঃ খ। something to cover a path
৫৮। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?
(ক) তিস্তা সেচ প্রকল্প
(খ) গঙ্গা-কপোতাক্ষপ্রকল্প
(গ) কাপ্তাই সেচ প্রকল্প
(ঘ) ফেনী সেচ প্রকল্প
উত্তরঃ গ। কাপ্তাই সেচ প্রকল্প
৫৯। কোনটির অর্থ ‘পক্ক‘ অর্থে প্রকাশ পায় ?
(ক) পাকা রং
(খ) পাকা কাজ
(গ) পাকা আম
(ঘ) পাকাবাড়ি
উত্তরঃ গ। পাকা আম
৬০। ‘পাখি সব করে রব রাতি পোহাইল‘ পঙতির রচয়িতা কে ?
(ক) রামনারায়ণ তর্করত্ন
(খ) বিহারীলাল চক্রবর্তী
(গ) কৃষ্ণচন্দ্র মজুমদার
(ঘ) মদনমোহন তর্কালংকার
উত্তরঃ ঘ। মদনমোহন তর্কালংকার
৬১। সালোকসংশ্লেষনে সবচেয়ে বেশি হয় –
(ক) নীল আলোতে
(খ) লাল আলোতে
(গ) সবুজ আলোতে
(ঘ) বেগুনি আলোতে
উত্তরঃ খ। লাল আলোতে
৬২। কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি ?
(ক) খনির ভেতর
(খ) পাহাড়ের উপর
(গ) মেরু অঞ্চলে
(ঘ) বিষুব অঞ্চলে
উত্তরঃ গ। মেরু অঞ্চলে
৬৩। কোন তারিখে ‘আন্তর্জাতিক পরিবেস দিবস‘ পালিত হয় ?
(ক) ৫ জুন
(খ) ২১ মার্চ
(গ) ৫ জুলাই
(ঘ) ২১ জুন
উত্তরঃ ক। ৫ জুন
৬৪। ৭২ সংখ্যাটির মোট ভাজক আছে—
(ক) ১১ টি
(খ) ১২টি
(গ) ১০ টি
(ঘ) ৯ টি
উত্তরঃ খ। ১২টি
৬৫। একটি জারে দুধ ও পানির অনুপাত ৫:১ । দুধের পরিমাণ পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত?
(ক) ৪ লিটার
(খ) ২ লিটার
(গ) ৬ লিটার
(ঘ) ১০ লিটার
উত্তরঃ ঘ। ১০ লিটার
৬৬। ১২ জন শ্রমিক ৩ দিনে ৭২০ টাকা আয় করে। তবে ৯ জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে—
(ক) ৩ দিনে
(খ) ৬ দিনে
(গ) ৫ দিনে
(ঘ) ৪ দিনে
উত্তরঃ ক। ৩ দিনে
৬৭। ক ও খ একএে একটি কাজ ১২ দিনে করতে পারে । ক একা কাজটি ২০ দিনে করতে পারে । খ একা কাজটি কতদিনে করতে পারবে?
(ক) ৩০দিনে
(খ) ২৫ দিনে
(গ) ৩৫ দিনে
(ঘ) ৪০ দিনে
উত্তরঃ খ। ২৫ দিনে
৬৮। দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর ৪৭–
(ক) ২২ এবং ২৩
(খ) ২৩ এবং ২৪
(গ) ২৪ এবং ২৫
(ঘ) ২১ এবং ২২
উত্তরঃ খ। ২৩ এবং ২৪
৬৯। He gave up – football when he got married.
(ক) of playing
(খ) to play
(গ) playing
(ঘ) play
উত্তরঃ গ। playing
৭০। As the sun – , I decided to go out.
(ক) has shone
(খ) shine
(গ) shines
(ঘ) was shining
উত্তরঃ ঘ। was shining
৭১। Do not make a noise while your father –
(ক) has slept
(খ) is sleeping
(গ) asleep
(ঘ) is being asleep
উত্তরঃ খ। is sleeping
৭২। A person who write about his own life writers-.
(ক) an autobiography
(খ) a chronicle
(গ) a diary
(ঘ) a biography
উত্তরঃ ক। an autobiography
৭৩। A pilgrim is a person who undertakes a journey to a
(ক) a new country
(খ) a bazar
(গ) a mosque
(ঘ) holy place
উত্তরঃ ঘ। holy place
৭৪। টা,টি,খানা ইত্যাদি–
(ক) বিভক্তি
(খ) প্রকৃতি
(গ) পদাশ্রিত নির্দেশক
(ঘ) উপসর্গ
উত্তরঃ গ। পদাশ্রিত নির্দেশক
৭৫। Choose the right word to fill the blank : Since his retirement, Mr. Chowdhury, who was a teacher, has written four novels
(ক) Already
(খ) Formerly
(গ) Presently
(ঘ) Usually
উত্তরঃ খ। Formerly
৭৬। ৪৩ ও ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যার সংখ্যা—
(ক) ৪
(খ) ৭
(গ) ৫
(ঘ) ৩
উত্তরঃ ঘ। ৩
৭৭। বাংলাদেশের সীমান্তবতী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই?
(ক) পঞ্চগড়
(খ) চাপাইনবাবগঞ্জ
(গ) বান্দরবন
(ঘ) দিনাজপুর
উত্তরঃ গ। বান্দরবন
৭৮। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে কোন সাল পর্যন্ত
(ক) ২০১৫
(খ) ২০১০
(গ) ২০২০
(ঘ) ২০২৫
উত্তরঃ ক। ২০১৫
৭৯। বেসরকারি বিল কাকে বলে ?
(ক) স্পীকার যে বিলকে বেসরকারি বিল বলে ঘোষণা দেন
(খ) সংসদ সদস্যদের উথাপিত বিল
(গ) বিরোধী দলের সদস্যদের উথাপিত বিল
(ঘ) রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত কোন বিল
উত্তরঃ খ। সংসদ সদস্যদের উথাপিত বিল
৮০। প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের আধিনায়ক কে ছিলেন ?
(ক) আকরাম খান
(খ) আমিনুল ইসলাম বুলবুল
(গ) শফিকুল হক হীরা
(ঘ) গাজী আশরাফ হোসেন লিপু
উত্তরঃ গ। শফিকুল হক হীরা
৮১। ভারতের কোন রাজ্যের রাজধানী ‘ইস্ফল‘ ?
(ক) মনিপুর
(খ) অরনোচল
(গ) মিজোরাম
(ঘ) মেঘালয়
উত্তরঃ ক। মনিপুর
৮২। লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ?
(ক) স্পেন
(খ) ব্রিটেন
(গ) তুরস্ক
(ঘ) ফ্রান্স
উত্তরঃ ঘ। ফ্রান্স
৮৩। কোনটি ভারতের সেভেন সিস্টারস রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয়?
(ক) ত্রিপুরা
(খ) মনিপুর
(গ) কেরালা
(ঘ) মিজোরাম
উত্তরঃ গ। কেরালা
৮৪। কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন?
(ক) প্রলয়োল্লাস
(খ) আনন্দময়ীর আগমনে
(গ) বিদ্রোহী
(ঘ) নারী
উত্তরঃ খ। আনন্দময়ীর আগমনে
৮৫। উরুগুয়ে রাউণ্ডের সংলাপ কত বছর ধরে চলেছিল ?
(ক) ৮ বছর
(খ) ২বছর
(গ) ৫ বছর
(ঘ) ৬ বছর
উত্তরঃ ক। ৮ বছর
৮৬। যুক্তরাষ্ট্র এর কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিলো ?
(ক) উইসকনসিন
(খ) লুইসিয়ানা
(গ) ফ্লোরিডা
(ঘ) নেবরাস্কা
উত্তরঃ খ। লুইসিয়ানা
৮৭। জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি ?
(ক) দিয়াগো গার্সিয়া
(খ) মার্শাল দ্বীপপুঞ্জ
(গ) কুড়িল দ্বীপপুঞ্জ
(ঘ) গ্রেট বেরিয়ার রীফ
উত্তরঃ গ। কুড়িল দ্বীপপুঞ্জ
৮৮। যুক্তরাষ্ট্র ইউনিয়ন এ কোন ষ্টেট সর্বশেষ যোগ দেয় ?
(ক) হাওয়াই
(খ) আরিজোনা
(গ) টেক্সাস
(ঘ) ফ্লোরিডা
উত্তরঃ ক। হাওয়াই
৮৯। যুক্তরাষ্ট্রের কোন ষ্টেট –এ নির্বাচকমণ্ডলীর ভোটের সংখ্যা বেশি ?
(ক) ফ্লোরিডা
(খ) টেক্সাস
(গ) নিউইয়র্ক
(ঘ) ক্যালিফোর্নিয়া
উত্তরঃ ঘ। ক্যালিফোর্নিয়া
৯০। যুক্তরাষ্ট্রে একজন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় ছিলেন । তিনি হচ্ছেন –
(ক) জেমস মনরো
(খ) হ্যারি এস ট্রুম্যান
(গ) তথ্যটি সঠিক নয়
(ঘ) ফ্রাঙ্কলিন রুজভেল্ট
উত্তরঃ ঘ। ফ্রাঙ্কলিন রুজভেল্ট
৯১। আবু সায়েফ গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর ?
(ক) ইন্দোনেশিয়া
(খ) ইরাক
(গ) ফিলিপাইন
(ঘ) থাইল্যান্ড
উত্তরঃ গ। ফিলিপাইন
৯২। The word ‘Ecological’ is related to-
(ক) Atmosphere
(খ) Pollusion
(গ) Environment
(ঘ) Demography
উত্তরঃ গ। Environment
৯৩। গ্রিনিচ মান সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ?
(ক) ৮ ঘণ্টা
(খ) ৬ ঘণ্টা
(গ) ১০ ঘণ্টা
(ঘ) ৫ ঘণ্টা
উত্তরঃ খ। ৬ ঘণ্টা
৯৪। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি ?
(ক) আলেয়া
(খ) মৃত্যুক্ষুধা
(গ) ঝিলিমিলি
(ঘ) মধুবালা
উত্তরঃ খ। মৃত্যুক্ষুধা
৯৫। Choose the right word to fill the blank : The proper function of the press is surely to – the man in the street with facts.
(ক) deliver
(খ) equip
(গ) proffer
(ঘ) provide
উত্তরঃ ক। deliver
৯৬। ১৩ সে মি ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সে মি দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য–
(ক) ১৬ সে মি
(খ) ১৮ সে মি
(গ) ২৪ সেমি
(ঘ) ১২ সে মি
উত্তরঃ গ। ২৪ সেমি
৯৭। Chose the right word to fill the blank : Since his retirement, Mr. Chowdhury, who was a teacher, has written four novels.
(ক)
(খ)
(গ)
(ঘ)
উত্তরঃ ঘ।
৯৮। ‘Paediatric’ relates to the treatment of –
(ক) adults
(খ) children
(গ) women
(ঘ) old people
উত্তরঃ খ। children
৯৯। ‘Maiden speech’ means .
(ক) Late speech
(খ) Early speech
(গ) Final speech
(ঘ) First speech
উত্তরঃ ঘ। First speech
১০০। আকাসে বিজলী চমকায়–
(ক) দুই খণ্ড মেঘ পরপর এলে
(খ) মেঘের মধে বিদ্যুৎ কোষ তৈরি হলে
(গ) মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
(ঘ) মেঘের অসংখ্য পানি ও বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে
উত্তরঃ ঘ। মেঘের অসংখ্য পানি ও বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে