BCS Question Solution (42th Preliminary)

BCS Question Solution (42th Preliminary)

৪২ তম বিসিএস পরিক্ষা- প্রিলিমিনারি প্রশ্ন

। What is the correct indirect form of He said, “You had better see a doctor”

(ক) He advised him to see a doctor

(খ) He advised that he should see a doctor

(গ) He suggested that he had seen a doctor

(ঘ) He proposed to see a doctor

উত্তরঃ ক। He advised him to see a doctor

। Identify the word that remains same in plural form:

(ক) deer

(খ) horse

(গ) elephant

(ঘ) tiger

উত্তরঃ ক। deer

। সঠিক বানান নয় কোনটি?

(ক) ধরণি

(খ) মুর্খ্য

(গ) গুণ

(ঘ) প্রানী

উত্তরঃ ঘ। প্রানী

। যদি  ICE : COLDNESS হয়তবে EARTH: ?

(ক) weight

(খ) jungle

(গ) sea

(ঘ) Gravity

উত্তরঃ ঘ। Gravity

। নওগাঁ জেলার পাহাপুরে অবস্থিত ‘সোমপুর বিহার‘ এর প্রতিষ্ঠাতা কে?

(ক) গোপাল

(খ) ধর্মপাল

(গ) মহীপাল

(ঘ) বিগ্রহপাল

উত্তরঃ গ। মহীপাল

। IUCN এর কাজ হলো বিশ্বব্যাপী

(ক) পানি সম্পদ রক্ষা কথা

(খ) সমাস গমন করা

(গ) প্রাকৃতিক সম্পদ রক্ষা করা

(ঘ) পরিবেশ দূষণ রোধ করা

উত্তরঃ খ। সমাস গমন করা

। কোন চুক্তির মাধ্যমে ছটকাপের “Thirty years’ war” এর সমাপ্তি ঘটে?

(ক) ভারসাই চুক্তি, ১৯১৯

(খ) ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি, ১৬৪৮

(গ) প্যারিস চুক্তি, ১৭৮৩

(ঘ) লুজান চুক্তি, ১৯২৩

উত্তরঃ খ। ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি, ১৬৪৮

। P(A) = 2, P(B) = 2/3; A  B স্বাধীন হলে P(C) =কত?

(ক) 3/4

(খ) 2/3

(গ) 1/3

(ঘ) 1/4

উত্তরঃ ক। 3/4

। Which word is correct?

(ক) Furnitures

(খ) Informations

(গ) Sceneries

(ঘ) Proceeds

উত্তরঃ ঘ। Proceeds

১০। মার্কিন তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়

(ক) ২ মার্চ ২০২০

(খ) ২৫ জানুয়ারি ২০২০

(গ) ৩০ এপ্রিল ২০২০

(ঘ) ২৯ ফেব্রুয়ারি ২০২০

উত্তরঃ ঘ। ২৯ ফেব্রুয়ারি ২০২০

১১। 5+8+11+14+——- ধারাটির কত তম পদ 302

(ক) 60 তম পদ

(খ) 70 তম পদ

(গ) 90 তম পদ

(ঘ) 100 তম পদ

উত্তরঃ ঘ। 100 তম পদ

১২। ৩০ কি,মিপথ পাড়ি দিতে জয়নুলের রনির থেকে  ঘন্টা সময় বেশি লেগেছে। জয়নুল যদি তার গতি দ্বিগুণ করত তাহলে রনির থেকে  ঘণ্টা সময় কম লাগত। জয়নুলের গতি কত ছিল?

(ক) ৪ কি.মি./ঘন্টা

(খ) ৫ কি.মি./ঘন্টা

(গ) ৬ কি.মি./ঘন্টা

(ঘ) ৭.৫ কি.মি./ঘন্টা

উত্তরঃ গ। ৬ কি.মি./ঘন্টা

১৩। বঙ্গালি উপভাষা অঞ্চল কোনটি?

(ক) নদীয়া

(খ) ত্রিপুরা

(গ) পুরুলিয়া

(ঘ) বরিশাল

উত্তরঃ ঘ। বরিশাল

১৪। “D8 Organization for Economic Cooperation” বা D8 এর দশম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

(ক) অবুজা

(খ) ঢাকা

(গ) তেহরনি

(ঘ) ইস্তাম্বুল

উত্তরঃ খ। ঢাকা

১৫। To doctor an animal means:

(ক) to treat it

(খ) to sterilize it

(গ) to poison it

(ঘ) to cure it

উত্তরঃ খ। to sterilize it

১৬। সবুজপত্র পত্রিকাটির সম্পাদক কে?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) শেখ ফজলুল করিম

(গ) প্রমথ চৌধুরী

(ঘ) মোহাম্মদ নাসির উদ্দিন

উত্তরঃ গ। প্রমথ চৌধুরী

১৭। বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?

(ক) ১৩৬

(খ) ১৩৭

(গ) ১৩৮

(ঘ) ১৪০

উত্তরঃ খ। ১৩৭

১৮। ১৯৪৮১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় ‘ভাষা দিবস‘ হিসেবে কোন দিনটি পালন করা হতো?

(ক) ২৫ শে জানুয়ারি

(খ) ১১ ই ফেব্রুয়ারি

(গ) ১১ ই মার্চ

(ঘ) ২৫ শে এঞ্জিল

উত্তরঃ গ। ১১ ই মার্চ

১৯। বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি?

(ক) কৃষি ও বনজ

(খ) মৎস্য

(গ) শিল্প

(ঘ) স্বাস্থ্য ও সামাজিক সেবা

উত্তরঃ গ। শিল্প

২০। ১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল

(ক) জয় বাংলা

(খ) বাংলাদেশ

(গ) স্বাধীনতা

(ঘ) মুক্তির ডাক

উত্তরঃ ক। জয় বাংলা

২১। ভারতে বছরের কোন দিনটি সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালিত হয়?

(ক) ২১ এপ্রিল

(খ) ২ অক্টোবর

(গ) ২৬ জানুয়ারি

(ঘ) ১০ মে

উত্তরঃ ক। ২১ এপ্রিল

২২। প্রতিবছর কোন তারিখে বাংলাদেশ জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়?

(ক) ২ ফেব্রুয়ারি

(খ) ৮ ফেব্রুয়ারি

(গ) ৮ মার্চ

(ঘ) ৭ এপ্রিল

উত্তরঃ ক। ২ ফেব্রুয়ারি

২৩। বাবা কোন ভাষার অন্তর্গত শব্দ?

(ক) তৎসম

(খ) তদ্ভব

(গ) ফারসী

(ঘ) তুর্কি

উত্তরঃ ঘ। তুর্কি

২৪। ১৯৭১ সালে ‘The Concert for Bangladesh’ কোথায় অনুষ্ঠিত হয়?

(ক) চট্টগ্রাম

(খ) কলকাতা

(গ) লন্ডন

(ঘ) নিউইয়র্ক

উত্তরঃ ঘ। নিউইয়র্ক

২৫। ঢাকা গেইট এর নির্মাতা কে?

(ক) শায়েস্তা খাঁ

(খ) নবাব আবদুল গণি

(গ) লর্ড কার্জন

(ঘ) মীর জুমলা

উত্তরঃ ঘ। মীর জুমলা

২৬। মুক্তিযুদ্ধভিত্তিক নডেল কোনটি?

(ক) ক্রীতদাসের হাসি

(খ) জীবন ও রাজনৈতিক বাস্তবতা

(গ) কানাপর্ব

(ঘ) প্রদোষে প্রাকৃতজন

উত্তরঃ গ। কানাপর্ব

২৭। Sustainable Development Goals (SDG) কয়টি?

(ক) ১৩ টি

(খ) ১৫ টি

(গ) ১৭ টি

(ঘ) ৩১ টি

উত্তরঃ গ। ১৭ টি

২৮। শুদ্ধ বাক্য নয় কোনটি?

(ক) বিদ্বান হলেও তার কোনো অহংকার নেই

(খ) ইশ! যদি পাখির মত পাখা পেতাম

(গ) অকারণে ঋণ করিও না

(ঘ) হয়তো সোহম আসতে পারে

উত্তরঃ গ। অকারণে ঋণ করিও না

২৯। একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য .৫৬ মিটার এবং প্রস্থ .২৫ মিটার। চৌবাচ্চাটির গভীরতা কত?

(ক) ১.৫ মিটার

(খ) ২.৫ মিটার

(গ) ৩ মিটার

(ঘ) ৩.৫ মিটার

উত্তরঃ খ। ২.৫ মিটার

৩০। The word ‘flying’ in the sentence ‘Look at the flying bird’ is a:

(ক) gerund

(খ) participle

(গ) verbal noun

(ঘ) gerundial infinitive

উত্তরঃ খ। participle

৩১। বাক্যের দুটি অংশ থাকে

(ক) প্রসাদগুণ, মাধুর্যগুণ

(খ) উপমা, অলংকার

(গ) উদ্দেশ্য, বিধেয়

(ঘ) সাধু, চলিত

উত্তরঃ গ। উদ্দেশ্য, বিধেয়

৩২। Identify the determiner in the sentence “Bring me that book”

(ক) bring

(খ) me

(গ) that

(ঘ) book

উত্তরঃ গ। that

৩৩। কোন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে?

(ক) ২০ আগস্ট ২০২০

(খ) ১৯ সেপ্টেম্বর ২০২০

(গ) ১৮ অক্টোবর ২০২০

(ঘ) ১৫ জুলাই ২০২০

উত্তরঃ খ। ১৯ সেপ্টেম্বর ২০২০

৩৪। নিচের ধারার শেষ সংখ্যা কত২৭৮১, ….?

(ক) ২৪১

(খ) ২৪৩

(গ) ২৪৫

(ঘ) ২৪৭

উত্তরঃ খ। ২৪৩

৩৫। Global Vaccine Summit অনুষ্ঠিত হয়

(ক) ৫ মে ২০২০

(খ) ৪ জুন ২০২০

(গ) ৬ জুলাই ২০২০

(ঘ) ৮ আগস্ট ২০২০

উত্তরঃ খ। ৪ জুন ২০২০

৩৬। WIPO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

(ক) জেনেভা

(খ) রোম

(গ) নিউইয়র্ক

(ঘ) ওয়াশিংটন ডিসি

উত্তরঃ ক। জেনেভা

৩৭। “A Passage to India” is written by:

(ক) E.M. Forster

(খ) Nirad Chaudhuri

(গ) Rudyard Kipling

(ঘ) Walt Whitman

উত্তরঃ ক। E.M. Forster

৩৮। বঙ্গবন্ধু কত সালে এবং কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন?

(ক) ১৯৭২, কায়রো

(খ) ১৯৭৪, নয়া দিল্লী

(গ) ১৯৭৫, বেলগ্রেড

(ঘ) ১৯৭৩, আলজিয়ার্স

উত্তরঃ ঘ। ১৯৭৩, আলজিয়ার্স

৩৯। বাংলাদেশের ছয় ঋতুর সঠিক অনুক্রম কোনটি?

(ক) গ্রীষ্ম, বর্ষা, বসন্ত, হেমন্ত, শীত ও শরৎ

(খ) বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত ও গ্রীষ্ম

(গ) শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, গ্রীষ্ম ও বর্ষা

(ঘ) গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত

উত্তরঃ ঘ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত

৪০। ডিসেম্বর ২০২০  অনুষ্ঠিত বাংলাদেশভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে কয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়?

(ক) ৩টি

(খ) ৫ টি

(গ) ৭ টি

(ঘ) ৯ টি

উত্তরঃ গ। ৭ টি

৪১। logx1/9 = -2 হলে x এর মান কোনটি?

(ক) 3

(খ) 2

(গ) 1/3

(ঘ) -1/3

উত্তরঃ ক। 3

৪২। কার্টাগেনা প্রটোকল কোন সালে স্বাক্ষরিত হয়?

(ক) ২০০০ সালে

(খ) ২০০১ সালে

(গ) ২০০৩ সালে

(ঘ) ২০০৫ সালে

উত্তরঃ ক। ২০০০ সালে

৪৩। কিত্তনখোলা‘ নাটকটির বিষয়

(ক) যন্ত্রণাদগ্ধ শহরজীবনকযিশ্য

(খ) যন্ত্রণাদগ্ধ শহরজীবনকযিশ্য

(গ) লোকায়ত জীবন-সংস্কৃতি

(ঘ) দেশবিভাগজনিত জীবন যন্ত্রণা

উত্তরঃ গ। লোকায়ত জীবন-সংস্কৃতি

৪৪। কোনটি Bretton Woods Institutions এর অন্তর্ভুক্ত?

(ক) IDB

(খ) IMF

(গ) WTO

(ঘ) ADB

উত্তরঃ খ। IMF

৪৫। টাকায় ৩টি এবং টাকায়  টি দরে সমান সংখ্যক আমলকি ক্রয় করে এক ব্যক্তি টাকায় ৪টি করে আমলকি বিক্রয় করলেন।  ব্যক্তির শতকরা কত লাভ ৰা ক্ষতি হলো তা নির্ণয় করুন

(ক) ৪.২৫% লাভ

(খ) ৫.২৫% ক্ষতি

(গ) ৬.২৫% ক্ষতি

(ঘ) ৭.২৫%লাভ

উত্তরঃ গ। ৬.২৫% ক্ষতি

৪৬। সম্প্রতি (সেপ্টেম্বর ২০২০কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান  আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ হয়?

(ক) আর্টসাখ প্রজাতন্ত্র

(খ) নীগর্নো-কারাবাখ

(গ) ইয়েরেভান

(ঘ) নাকাৰ্চভন ছিটমহল

উত্তরঃ খ। নীগর্নো-কারাবাখ

৪৭। উদ্বাসন শব্দের অর্থ কী?

(ক) উদ্বাসন শব্দের অর্থ কী?

(খ) বাসভূমির সম্মুখস্থ ভূমি

(গ) অজ্ঞাত বিষয় প্রকাশ করা

(ঘ) বিকাশ

উত্তরঃ খ। বাসভূমির সম্মুখস্থ ভূমি

৪৮। x2 – 3x – 10 > 0 অসমতার সমাধান কোনটি?

(ক) (-∞, -1) U (4, +∞)

(খ) (-∞, -2) U (5, +∞)

(গ) (∞, 2) U (5, +∞)

(ঘ) (-5, -∞) U (∞, 2)

উত্তরঃ খ। (-∞, -2) U (5, +∞)

৪৯। what is the meaning of musk?

(ক) a form of drama

(খ) a face cover

(গ) a substance used in making perfume

(ঘ) a disguise

উত্তরঃ গ। a substance used in making perfume

৫০। secA + tanA = 3 হলে secA  tanA = ?

(ক) 1/2

(খ) 1/5

(গ) 2/5

(ঘ) 5/2

উত্তরঃ ঘ। 5/2

৫১। বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন?

(ক) বাংলা

(খ) সংস্কৃত

(গ) হিন্দি

(ঘ) অষ্ট্রিক

উত্তরঃ ঘ। অষ্ট্রিক

৫২। বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাসক্ষেত্র কোনটি?

(ক) হাতিয়া প্রণালী

(খ) জাফোর্ড পয়েন্ট

(গ) সাঙু ভ্যালি

(ঘ) মাতারবাড়ি

উত্তরঃ গ। সাঙু ভ্যালি

৫৩। ব্রিটিশ কৃষি বিপ্লব কখন সংঘটিত হয়েছিল?

(ক) উনবিংশ শতাব্দীতে

(খ) অষ্টাদশ শতাব্দীতে

(গ) ষোড়শ শতাব্দীতে

(ঘ) চতুর্দশ শতাব্দীতে

উত্তরঃ ক। উনবিংশ শতাব্দীতে

৫৪। গ্রীন হাউস গ্যাসসমূহ নিঃসরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি “The Kyoto Protocol জাতিসংঘ কর্তৃক কত সালে গৃহীত হয়?

(ক) ১৯৯৭

(খ) ১৯৯৯

(গ) ২০০৩

(ঘ) ২০০৫

উত্তরঃ ক। ১৯৯৭

৫৫। মহাকবি আলাওল রচিত কাব্য

(ক) চন্দ্রাবতী

(খ) পদ্মাবতী

(গ) মধুমালতী

(ঘ) লাইলী মজনু

উত্তরঃ খ। পদ্মাবতী

৫৬। সাবাস বাংলাদেশ‘ ভাস্কর্যটির স্থপতি কে?

(ক) হামিদুজ্জামান খান

(খ) রবিউল হুসাইন

(গ) আব্দুর রাজ্জাক

(ঘ) নিতুন কুণ্ডু

উত্তরঃ ঘ। নিতুন কুণ্ডু

৫৭। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী‘ প্রথম প্রকাশিত হয় কত সালে?

(ক) ২০১০

(খ) ২০১১

(গ) ২০১২

(ঘ) ২০১৫

উত্তরঃ গ। ২০১২

৫৮। কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি?

(ক) কার্তিক- ফাল্গুন

(খ) চৈত্র- বৈশাখ

(গ) ভাদ্র- অগ্রহায়ণ

(ঘ) শ্রাবণ- আশ্বিন

উত্তরঃ ক। কার্তিক- ফাল্গুন

৫৯। অনুকম্পা শব্দের ইংরেজি কোনটি?

(ক) Clemency

(খ) Enthral

(গ) Erudition

(ঘ) Fathorn

উত্তরঃ ক। Clemency

৬০।  থেকে ৪৯ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত?

(ক) ২৫

(খ) ৩০

(গ) ৩৫

(ঘ) ৪৯

উত্তরঃ ক। ২৫

৬১।  আপনার মোবাইল ফোনের মাসিক বিল এসেছে ৪২০ টাকা। যদি  বছর পর ১০বৃদ্ধি পায় এবং আরো  মাস পর ২০বৃদ্ধি পায়তাহলে ১৮ মাস পর আপনার বিল কত হবে?

(ক) ৪৬০.২০ টাকা

(খ) ৫৫৪.৪০ টাকা

(গ) ৬২০.৬০ টাকা

(ঘ) ৭৩০.৮০ টাকা

উত্তরঃ খ। ৫৫৪.৪০ টাকা

৬২। বাংলাদেশের বর্তমান সভাপতির পূর্বে কোন দেশ CVF- এর সভাপতি ছিল?

(ক) মার্শাল আইল্যান্ড

(খ) মালদ্বীপ

(গ) গ্রানাডা

(ঘ) বাহামা

উত্তরঃ খ। মালদ্বীপ

৬৩। Identify the correctly spelled one:

(ক) Cesarean

(খ) caesarean

(গ) ciserian

(ঘ) scissorian

উত্তরঃ ক। Cesarean

৬৪। কোথায় শেনজেন (Schengen) চুক্তি স্বাক্ষরিত হয়?

(ক) ১৯৯৫ সালে ডেনমার্কে

(খ) ১৯৯৫ সালে ডেনমার্কে

(গ) ১৯৮৫ সালে লুক্সেমবার্গে

(ঘ) ১৯৯৬ সালে হাঙ্গেরিতে

উত্তরঃ গ। ১৯৮৫ সালে লুক্সেমবার্গে

৬৫। ‘Notification’ – এর বাংলা পরিভাষা কোনটি?

(ক) বিজ্ঞাপন

(খ) বিজ্ঞপ্তি

(গ) বিজ্ঞপ্তি ফলক

(ঘ) প্রজ্ঞাপন

উত্তরঃ ঘ। প্রজ্ঞাপন

৬৬। কোনটি যমুনার উপনদী?

(ক) তিস্তা

(খ) ধলেশ্বরী

(গ) খোয়াই

(ঘ) বংশী

উত্তরঃ ক। তিস্তা

৬৭। What is the function of a topic sentence?

(ক) to introduce the topic

(খ) to analyse the topic

(গ) to present the main idea

(ঘ) to expand the idea

উত্তরঃ গ। to present the main idea

৬৮। নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র?

(ক) ধীরে বহে মেঘনা

(খ) কলমিলতা

(গ) আবার তোরা মানুষ হ

(ঘ) হলিয়া

উত্তরঃ ঘ। হলিয়া

৬৯। এক বর্গক্ষেত্রের এক বাহ অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত হবে?

(ক) 1:2

(খ) 5:2

(গ) 2:1

(ঘ) 4:1

উত্তরঃ ঘ। 4:1

৭০। মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি?

(ক) সিংহ চিহ্নিত আসন= সিংহাসন

(খ) মহান যে পুরুষ= মহাপুরুষ

(গ) কুসুমের মতোকোমল= কুসুমকোমল

(ঘ) জায়া ও পতি= দম্পতি

উত্তরঃ ক। সিংহ চিহ্নিত আসন= সিংহাসন

৭১। কোনটি শুদ্ধ নয়?

(ক) যন্ত্রনা

(খ) শূদ্র

(গ) সহযোগিতা

(ঘ) স্বতঃস্ফুর্ত

উত্তরঃ ক। যন্ত্রনা

৭২। Who wrote Dr. Zivago?

(ক) Maxim Gorky

(খ) Boris Pastornak

(গ) Fyodor Dostoevsky

(ঘ) Leo Tolstoy

উত্তরঃ খ। Boris Pastornak

৭৩। Would you please find out Bangladesh ____ the map.

(ক) in

(খ) on

(গ) over

(ঘ) at

উত্তরঃ খ। on

৭৪। কোন দেশটি সম্প্রতি ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে?

(ক) সৌদিআরব

(খ) কুয়েত

(গ) সংযুক্ত আরব আমিরাত

(ঘ) ওমান

উত্তরঃ গ। সংযুক্ত আরব আমিরাত

৭৫। যিনি ন্যায়শাস্ত্র জানেন এর এককথায় প্রকাশিত রূপ হলো

(ক) ন্যায়বাগীশ

(খ) নৈয়ায়িক

(গ) ন্যায়পাল

(ঘ) ন্যায়ঋদ্ধ

উত্তরঃ খ। নৈয়ায়িক

৭৬। Hasan has read most of the — of Shakespeare:

(ক) poem

(খ) play

(গ) drama

(ঘ) works

উত্তরঃ ঘ। works

৭৭। “For God’s sake, hold your tongue and let me love” occurs in a novel by:

(ক) Jane Austen

(খ) Syed Waliullah

(গ) Somerset Maugham

(ঘ) Rabindranath Tagore

উত্তরঃ সঠিক উত্তর পাওয়া যায়নি

৭৮। বাংলাদেশে প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান

(ক) BARI

(খ) BRRI

(গ) BADC

(ঘ) BINA

উত্তরঃ গ। BADC

৭৯। Complete the sentence: If I were you, I ____ take the money:

(ক) shall

(খ) will

(গ) would

(ঘ) may

উত্তরঃ গ। would

৮০। রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?

(ক) তমদুন মজলিস

(খ) ভাষা পরিষদ

(গ) মাতৃভাষা পরিষদ

(ঘ) আমরা বাঙালি

উত্তরঃ ক। তমদুন মজলিস

৮১। উলুবনে মুক্তা ছড়ানো‘ প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলে

(ক) প্রবাদ-প্রবচন

(খ) এককথায় প্রকাশ

(গ) ভাবসম্প্রসারণ

(ঘ) বাক্য সংকোচন

উত্তরঃ ক। প্রবাদ-প্রবচন

৮২। কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতিপ্রত্যয়

(ক) কৃষ + তি

(খ) কৃ + টি

(গ) কৃ + ইষ্টি

(ঘ) কৃষ + ইষ্টি

উত্তরঃ ক। কৃষ + তি

৮৩। Go and catch the falling star. Here the “falling” is-

(ক) an adverb

(খ) a preposition

(গ) an adjective

(ঘ) a verb

উত্তরঃ গ। an adjective

৮৪। এক ব্যক্তি ব্যাংকে ৫১০ টাকার চেক দিয়ে ২০ টাকার এবং ৫০ টাকার নোট প্রদানের জন্য অনু্রোধ করলেন। কত প্রকারে তীর অনুরোধ রক্ষা করা সম্ভব?

(ক) ৩ প্রকারে

(খ) ৪ প্রকারে

(গ) ৬ প্রকারে

(ঘ) ৫ প্রকারে

উত্তরঃ ঘ। ৫ প্রকারে

৮৫। অংশগুলি জোড়া দিলে কোন চিত্রটি হবে? 

(ক)

(খ)

(গ)

(ঘ)

উত্তরঃ খ।

৮৬। Fill in the gap with the correct form of verb: The police – informed yesterday:

(ক) is

(খ) are

(গ) was

(ঘ) were

উত্তরঃ ঘ। were

৮৭। বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল?

(ক) পূর্ববঙ্গ

(খ) পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা

(গ) পূর্ববঙ্গও পশ্চিমবঙ্গ

(ঘ) পূর্ববঙ্গও আসাম

উত্তরঃ ঘ। পূর্ববঙ্গও আসাম

৮৮। “Giving someone the cold shoulder” means

(ক) to torture somebody

(খ) to harm someone

(গ) to appreciate someone

(ঘ) to ignore somebody

উত্তরঃ ঘ। to ignore somebody

৮৯। আমার জ্বর জ্বর লাগছেজ্বর জ্বর শব্দ দুটি অৰিকৃতভাবে উচ্চারিত হওয়াকে বলে

(ক) দিরুক্ত শব্দ

(খ) সমার্থক শব্দ

(গ) যুগ্মশব্দ

(ঘ) শব্দদ্বিত্ব

উত্তরঃ ক। দিরুক্ত শব্দ

৯০। মানুষের দেহের যে সব অঙ্গপ্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে

(ক) বাক প্রত্যঙ্গ

(খ) অধ্বনি

(গ) স্বরতন্ত্রী

(ঘ) নাসিকাতন্ত্র

উত্তরঃ ক। বাক প্রত্যঙ্গ

৯১। কোন সাহিত্যকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে?

(ক) পদাবলী

(খ) গীতগোবিন্দ

(গ) চর্যাপদ

(ঘ) চৈতন্যজীবনী

উত্তরঃ গ। চর্যাপদ

৯২। মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়?

(ক) ১৯৯৬

(খ) ১৯৯৮

(গ) ২০০০

(ঘ) ২০০৮

উত্তরঃ ক। ১৯৯৬

৯৩। আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিস এর উন্মেষ ঘটে কোন দেশ হতে?

(ক) যুক্তরাজ্য

(খ) যুক্তরাষ্ট্র

(গ) চীন

(ঘ) ভারত

উত্তরঃ গ। চীন

৯৪। “September on the Jessore Road” is written by:

(ক) Madhusudan Dutt

(খ) Allen Ginsberg

(গ) Kaiser Huq

(ঘ) Vikram Seth

উত্তরঃ খ। Allen Ginsberg

৯৫। ঐহিক এর বিপরীতার্থক শব্দ কোনটি?

(ক) ঈদৃশ

(খ) পারত্রিক

(গ) মাঙ্গলিক

(ঘ) অকিস্মিক

উত্তরঃ খ। পারত্রিক

৯৬। Liza had given me two:

(ক) pair of jean

(খ) pairs of jean

(গ) pair of jeans

(ঘ) pairs of jeans

উত্তরঃ ঘ। pairs of jeans

৯৭। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে ১৯৭২ সালের কোন তারিখে উত্থাপিত হয়?

(ক) ১১ নভেম্বর

(খ) ১২ অক্টোবর

(গ) ১৬ ডিসেম্বর

(ঘ) ৩ মার্চ

উত্তরঃ খ। ১২ অক্টোবর

৯৮। অধিত্যকা এর বিপরীতার্থক শব্দ কোনটি?

(ক) উপত্যকা

(খ) ধিত্যকা

(গ) পার্বত্য

(ঘ) সমতল

উত্তরঃ ক। উপত্যকা

৯৯। নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি ৰসৰে? 15/A, G/21, 28/N, ?/?

(ক) 54/N

(খ) T/18

(গ) L/52

(ঘ) V/36

উত্তরঃ ঘ। V/36

১০০। বৃত্তের ব্যাস চারগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

(ক) ৪

(খ) ৮

(গ) ১২

(ঘ) ১৬

উত্তরঃ ঘ। ১৬