Parts of Speech Bangla With Examples । English Grammar
Dear learners learn Parts of Speech Bangla and know all the Classification. Here we have provided all important information
PARTS OF SPEECH
Modern English Grammar- এ Parts of Speech এর স্থলে Word Classes শব্দটি বেশি ব্যবহৃত হয়। Part- অর্থ ‘অংশ’ আর Speech- এর অর্থ হলো’ বাক্য’। সুতরাং বলা যায়, Parts of Speech- এর অর্থ ’পদ’ বা ’বাক্যাংশ’। আমাদের আজকের আলোচ্য বিষয় Parts of Speech বা Word Classes মূলত Word- এর Classification বা শব্দের শ্রেণিবিন্যাস নিয়ে আলোচনা করবো। ইংরেজি ভাষায় কোন Sentence-এ ব্যবহৃত প্রতিটি Word-ই ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন করে থাকে । এ অধ্যায়ে আমরা জানবো Parts of Speech কাকে বলে? It is a part not only for the speech but also for the whole English Grammar.
Parts of Speech কাকে বলে ও কত প্রকার?
অতএব, Sentence- এ ব্যবহৃত প্রত্যেকটি Word কে এক একটি Part of Speech বলে । ইংরেজিতে Parts of Speech আট প্রকার:
- Noun(বিশেষ্য)
- Pronoun(সর্বনাম)
- Adjective(বিশেষণ)
- Verb (ক্রিয়া)
- Adverb(ভাব বিশেষণ)
- Preposition(পদান্বয়ী অব্যয়)
- Conjunction(সমুচ্চয়ী অব্যয়)
- Interjection(আবেগসূচক অব্যয়)।
প্রত্যেক প্রকার Parts of Speech- কাকে বলে
Noun: যে word দ্বারা কোন ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, পদার্থ, কোন কিছুর সমষ্টি,অবস্থা বা গুণের নাম বুঝায় তাকে Noun বলে ।
যেমন: Hashi sings sweetly. Tajmahal is a wonder of the world. Gold is valuable. The Cow is useful. Physics is science.
Pronoun: যে word কোন Noun-এর পরিবর্তে ব্যবহৃত হয় তাকে Pronoun বলে ।
যেমন: Jakir reads in class ix. He is a good student.
Adjective: যে word কোন Noun বা Pronoun-এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে Adjective বলে । যেমন: Jabed is a good boy. He is dishonest. There is much water in the pond. He is a rich man.
যে সব Word দ্বারা কোন কাজ করা বুঝায় তাদেরকে Verb বলে । ইংরেজি ভাষায় verb একটি বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই Verb-কে বলা হয় ইংরেজি ভাষার প্রাণ । আর তাই Verb ছাড়া ইংরেজিতে কোন Sentence হয় না । যেমন: I eat rice.
যে সকল Word verb-কে modify করে অর্থাৎ verb-এর কাজটি কেমন করে, কখন, কোথায় কিভাবে সম্পন্ন হয় তা নির্দেশ করে তাকে Adverb বলে ।
Note: তবে Adverb, Noun ও Pronoun ছাড়া অন্য সব Parts of Speech কে modify করতে পারে । যেমন: Kamal is very intelligent (modify adjective). Monira is walking slowly (modify verb). Thank you very much (modify Adverb).
Parts Of Speech কাকে বলে এবং কোন Parts Of Speech গুলো বেশি গুরুত্বপূর্ণ
Pre-শব্দের অর্থ পূর্বে এবং Position অর্থ অবস্থান । অতএব যে Word Noun বা Pronoun এর আগে বসে Sentence-এর অন্তর্গত অন্য word এর সাথে সম্পর্ক স্থাপন করে তাকে Preposition বলে ।যেমন: the vulture was sitting in a tall tree.
Preposition-এর পরে যে Noun বা Pronoun (বস্তুত noun phrase) বসে তাকে Preposition-এর Object বলে ।Preposition ও তার Object-কে একত্রে Prepositional Phrase বলে ।এখানে in a tall tree একটি Prepositional Phrase. আট প্রকার Parts of Speech এর মধ্যে Preposition এর ব্যবহার অধিক গুরুত্বপূর্ণ। পরবর্তী পাঠে Preposition নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
A conjunction is a word for joining one word to another word, or one sentence to another sentence. – J.C. Nesfield
A conjunction is a word used to join words or sentences. – Wren & Martin.
‘Con’ মানে ’একত্র’ এবং Junction মানে ’সংযোগ’। সুতরাং ‘Conjunction’ – এর অর্থ হলো ’একত্র সংযোগ’।
তাহলে বলা যায়, Conjunction হলো সেই শব্দ যা একাধিক শ্বদ বা বাক্যকে সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয়।
কয়েকটি উদাহরণ নিয়ে আলোচনা করা যাক-
-
- Hasan and Kamal are good friends.
- Adib is a boy but Nafisa is a girl.
- Learn your lesson or leave the class.
- She is not only beautiful but also intelligent.
- I do not know whether he will come or not.
- She talks as if she were mad.
প্রথম বাক্যে- and শব্দটি Hasan ও Kamal- এই শব্দ দুটিকে সংযুক্ত করেছে। দ্বিতীয় বাক্যে but শব্দটি Adib is a boy ও Nafisa is a girl- এই বাক্য দুটিকে সংযুক্ত করেছে। আবার তৃতীয় বাক্যে or শব্দটি Learn your lesson ও leave the class এই Sentence দুটিকে সংযুক্ত করেছে। সুতরাং বলা যায়, and, but, or এই শব্দগুলোই হলো Conjunction.
Interjection ও একটি Parts Of Speech
Interjection
An Interjection is a word or sound thrown into a sentence to express some feeling of the mind. – J.C. Nesfield.
An Interjection is a word which expresses some sudden feeling.
– Wren & Martin.
অর্থাৎ, যে শব্দ মনের আকস্মিক আবেগ প্রকাশ করে, তাকে Interjection বলে।
নিচের Sentence গুলো লক্ষ্য করা যাক-
-
- Hello, Rana! How are you?
- Hurrah! We have won the game.
- Fie! You are a liar.
- Bravo! You have done well.
- Alas! He is no more.
উপরের বাক্যগুলোতে Hello, Hurrah, Fie, Bravo, Alas শব্দগুলির সাহায্যে যথাক্রমে দৃষ্টি আকর্ষন, আনন্দ, ঘৃণা, উৎসাহ এবং দু:খ প্রকাশ করা হয়েছে। তাহলে বলা যায় এই সব শব্দগুলোই হলো Interjection.
প্রত্যেক প্রকার Parts of Speech কাকে বলে এবং এর বিস্তারিত বর্ণনা পরবর্তী পাঠে আলোচনা করা হবে।
Note: মনে রাখতে হবে, Interjection এর পর Note of Exclamation (!) বা আবেগ সূচক চিহ্ন (!) বসে।