ইসলামী ব্যাংক ফিল্ড অফিসার নিয়োগ প্রশ্ন ও উত্তর২০২২ (১০০% নির্ভুল)

আজই অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের ফিল্ড অফিসার পদের প্রশ্ন সমাধানের জন্য নিম্নোক্ত ব্যাখ্যাসহ উত্তর অনুসরণ করা যেতে পারে।

ইসলামী ব্যাংক ফিল্ড অফিসার নিয়োগ প্রশ্ন ও উত্তর২০২২ (১০০% নির্ভুল)

০১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন- ১৭ই মার্চ

০২. বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়- ২রা মার্চ, ১৯৭১

০৩. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়- ১৭ই এপ্রিল, ১৯৭১

০৪. বার ভূঁইয়াদের মধ্যে শ্রেষ্ঠ ভূঁইয়া কে ছিলেন? ঈসা খাঁ

০৫. “ডকুমেন্টারী হেরিটেজ’ হিসাবে ইউনেস্কো কর্তৃক ঘোষিত হয়েছে- বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ

০৬. আল-কুরআনে কয়টি সূরা আছে?- ১১৪ টি

০৭. কসরের ছালাত কখন পড়তে হয়?- মুসাফির অবস্থায়

০৮. আল-কুরআনের কোন সুরার শুরুতে ‘বিসমিল্লাহ’ নাই?- সূরা তওবা

০৯. ফসলের যাকাতকে কী বলে? ওশর বা খিরাজ

১০. পবিত্রতা———-অঙ্গ- ঈমানের

ইসলামী ব্যাংক ফিল্ড অফিসার প্রশ্ন সমাধান সাধারণ জ্ঞান

১১. পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবস্থান কোথায়? ক্যারিবিয়ান সাগর

১২. ফরাসি বিপ্লব সংঘটিত হয়- ১৭৮৯ সালে

১৩. কোনদেশ এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশে অবস্থিত ? তুরষ্ক

১৪. কোনদেশ বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?- সিয়েরালিওন

১৫. আয়তনের দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ দেশ- রাশিয়া

১৬. ঘাটতি বাজেট কাকে বলে?- আয়ের তুলনায় ব্যয় বেশি হলে

ইসলামী ব্যাংক ফিল্ড অফিসার প্রশ্ন সমাধান আন্তর্জাতিক বিষয়াবলি

১৭. চীনের মুদ্রার নাম কী?- ইউয়ান

১৮. উত্তমাশা হলো একটি- অন্তরীপের নাম

১৯. আল-জাজিরা কোন দেশভিত্তিক স্যাটেলাইট চ্যানেল- কাতার

২০. NATO এর একমাত্র মুসলিম সদস্য দেশ- তুরষ্ক

২১. আল-আকসা মসজিদ কোথায়?- জেরুজালেমে

২২. দীন-ই ইলাহী কে প্রবর্তন করেন- সম্রাট আকবর

২৩. পলাশীর যুদ্ধ অনুষ্ঠিত হয়- ২৩ জুন ১৭৫৭

২৪. ঢাকা শহরের গোড়াপত্তন হয়- মুঘল আমলে

২৫. কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী হয়- সুলতানী আমলে

২৬. কত সালে বঙ্গভঙ্গ হয়? ১৯০৫ সালে

২৭. পদ্মা সেতুর দৈর্ঘ্য- ৬.১৫ কিঃমিঃ

২৮. আল কুরআন কত বৎসর ধরে অবতীর্ণ হয়? ২৩ বৎসর

২৯. সিহাহ সিত্তাহ কী?-  হাদীস গ্রন্থ

৩০. যাকাত বন্টনের খাত কয়টা- ০৮ টি

৩১. ইসলামে সুদ- হারাম

৩২. হাক্কুল ইবাদ শব্দের অর্থ- বান্দার হক

ইসলামী ব্যাংক ফিল্ড অফিসার প্রশ্ন সমাধান ইংরেজি

৩৩. Pandemic অর্থ- মহামারী

৩৪. পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম কী?- Trans-Siberian Railway

৩৫. NATO কোন ধরণের জোট?- সামরিক

৩৬. গ্রিনিচ শব্দটি কিসের সাথে সম্পর্কিত?- সময়

৩৭. ATM বলতে বোঝায়- Automated Teller Machine

৩৮. ইস্তাম্বুলের পূর্ব নাম- কোনস্তান্তিনোপল

৩৯. ভারতীয় উপমহাদেশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়- ১৮৫৭ সালে
৪০. কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে?- জিব্রাল্টার প্রণালী

৪১. সবচেয়ে বড় মহাদেশ- এশিয়া মহাদেশ

৪২. মোনালিসা চিত্রটির চিত্রকর কে? লিওনার্দো দ্যা ভেঞ্চি

৪৩. কোন ইউরোপীয় ভারতে আসার স্থলপথ আবিষ্কার করেন?- ভাস্কো দা গামা

৪৪. কারবালা কোন দেশে অবস্থিত?- ইরাক

৪৫. যুক্তরাষ্ট্রে দাসপ্রথাকে বিলুপ্ত করেন- আব্রাহাম লিংকন

৪৬. হরোপ্পা মহেঞ্জোদারো কোন সভ্যতার অন্তর্ভুক্ত? ‍সিন্ধু সভ্যতার

৪৭. আধুনিক কম্পিউটারের জনক কে?- চার্লস ব্যাবেজ

৪৮. অর্থনীতিতে চাহিদা বলতে কি বুঝায়?- কোনো দ্রব্যের আকাঙ্ক্ষা পূরণের জন্য সামর্থ্য বা অর্থ এবং অর্থব্যয় করার ইচ্ছা।

৪৯. কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে?- সিপিউ

৫০. রিক্টার স্কেল দ্বারা কি পরিমাপ করা হয়- ভূ-কম্পন শক্তি

৫১. চিরস্থায়ি বন্দোবস্ত চালু করেন কে? লর্ড কর্নওয়ালিস
৫২. কোন প্রণালী উত্তর আমেরিকা থেকে এশিয়াকে বিচ্ছিন্ন করেছে?- বেরিং প্রণালী

ইসলামী ব্যাংক ফিল্ড অফিসার প্রশ্ন সমাধান বাংলা

৫৩. ‘শেষের কবিতা’ কি ধরণের গ্রন্থ?- উপন্যাস

৫৪. “ভূত” শব্দের বিপরীত অর্থ- ভবিষ্যত

৫৫. “সংশয়’ এই বিপরীত শব্দ- প্রত্যয়

৫৬. ত্রিফলা’ কোন সমাস?- অব্যয়ীভাব

৫৭. “জানিবার ইচ্ছা’ এক কথায়- জিজ্ঞাসা

৫৮. ‘সুলোচন’ শব্দের অর্থ- যার চোখ সুন্দর

৫৯. ‘ধূমকেতু কার নাম?- কাজী নজরুল ইসলাম

৬০. ছন্দের জাদুকর হলেন- সত্যেন্দ্রনাত দত্ত

৬১. সব্যসাচী অর্থ- যার দুইহাত সমানে চলে

৬২. কারাগারের রোজনামচা’ এর লেখক- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

ইসলামী ব্যাংক ফিল্ড অফিসার প্রশ্ন সমাধান ইংরেজি

৬৩. They live—–catching fish.- on

৬৪. What is the time—— your watch?- by

৬৫. Maiden speech means- First speech

৬৬. He has been suffering—— fever.- from

৬৭. The word ‘extempore’ means?- spoken or done without preparation.

ইসলামী ব্যাংক ফিল্ড অফিসার প্রশ্ন সমাধান গণিত

৬৮. টাকায় ৩টি করে কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হয়?

সমাধানঃ

১ টাকায় ৩ টি ।

অর্থাৎ ৩ টি কিনছেন ১ টাকায়

আবার,

২ টি বিক্রি করছেন ১ টাকায়

তাহলে ১ টি বিক্রি করছেন ০.৫ টাকায় ।

তাহলে (২+১) টি বিক্রি করছেন (১+০.৫) টাকায়,

অর্থাৎ ৩ টি বিক্রি করছেন ১.৫ টাকায় ।

যেটা কিনেছিলেন ১ টাকায় কিন্তু বিক্রি করছেন ১.৫ টাকা

তাহলে লাভ হচ্ছে (১.৫-১)= ০.৫ টাকা।

তাই শতকরা করলে হয়,

১ টাকায় লাভ হয় ০.৫ টাকা বা ৫০ পয়সা।

১০০ টাকায় হবে (০.৫ টাকা *১০০) = ৫০ টাকা ।

(১০০ তে বের করলে শতকরা হয়)

তাহলে শতকরা ৫০ টাকা বা ৫০% লাভ হবে।

উত্তরঃ ৫০%

৬৯. ০.১ এর বর্গমূল কত- অপশনে প্রদত্ত কোনটিই নয়। সঠিক উত্তর- ০.৩১৬

৭০. গ্রামের জনসংখ্যা ১০% বেড়ে ১১০০ হলে পূর্বের জনসংখ্যা কত ছিল?

সমাধান:

১০% হারে বর্ধিত হওয়ায় = (১০০ + ১০) = ১১০ জন

বর্তমানে জনসংখ্যা ১১০ জন হলে পূর্বে ছিলো ১০০ জন

বর্তমানে ১ জন হলে পূর্বে ছিলো ১০০/১১০ জন

বর্তমানে ১১০০ জন হলে পূর্বে ছিলো = ১১০০

× ১০০ / ১১০ জন

= ১০০০ জন (উত্তর)

৭১. ০.০৫ এর ০.০৩ গুন শতকরায় কত?

৭২. ৫০০০ কেজিতে কত কুইন্টাল? ৫০ কুইন্টাল

৭৩. সুয়েজ খাল সংযুক্ত করেছে- ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে

৭৪. পানামা খাল কোন মহাদেশে?- উত্তর আমেরিকা

৭৫. মরক্কোর রাজধানী কোনটা- রাবাত

৭৬. মুদ্রাস্ফীতি কী?- অর্থের মূল্য কমে আসা

৭৭. ময়ূর সিংহাসন’ এর নির্মাতা কে?- শাহজাহান

৭৮. রাইট ভ্রাতৃদ্বয় নিচের কোনটি উদ্ভাবন করেছিল?- উড়োজাহাজ

৭৯. কোনটি ভূবেষ্টিত রাষ্ট্র?- নেপাল

৮০. OIC এর সদরদপ্তর কোথায় অবস্থিত?- জেদ্দা

ইসলামী ব্যাংক ফিল্ড অফিসার প্রশ্ন সমাধান বাংলা

৮১. ‘কপর্দকহীন’ অর্থ- নিঃস্ব

৮২. “ভানুসিংহ’ কার ছদ্মনাম?- রবীন্দ্রনাথ ঠাকুর

৮৩. কোন বানানটি সঠিক- অতিথী

৮৪. গাছ থেকে ফল পড়ে কোন কারক?- অপাদান কারক

৮৫. “পাইবার ইচ্ছা” এক কথায়- বুভুক্ষা

৮৬. ‘সারমেয়’ শব্দের অর্থ- কুকুর

৮৭. বাংলা সাহিত্যে নোবেল বিজয়ী হলেন- রবীন্দ্রনাথ ঠাকুর

৮৮. আমপারার কাব্যানুবাদ করেন- কাজী নজরুল ইসলাম

৮৯. বাংলা ভাষার আদিরুপ- প্রাকৃত

৯০. শকুন্তলার অনুবাদক- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ইসলামী ব্যাংক ফিল্ড অফিসার প্রশ্ন সমাধান ইংরেজি

৯১. He has been ill ——-last Friday.- since

৯২. “Dangerous” means- Risky

৯৩. The verb of the word ‘soft’ is- soften

৯৪. Everybody should tell—— truth.- the

৯৫. Noun of the word ‘beautiful’ is- beautify

ইসলামী ব্যাংক ফিল্ড অফিসার প্রশ্ন সমাধান গণিত

৯৬. ৩*০*.৩= সঠিক উত্তর- ০

৯৭. পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অংকের বৃহত্তম সংখ্যার অন্তর কত? সঠিক উত্তর- (১০০০০-৯৯৯৯)=১

৯৮. ০.০২৩ এর ১% সমান কত?- ০.০০০২৩

৯৯. ৫০ মিলিয়নে কত কোটি?- ৫ কোটি

১০০. ১০ একরে কত বর্গগজ- ৪,৮৪০ বর্গগজ